গায়ে রোদ লাগালেই বাড়বে যৌনক্ষমতা
যৌনশক্তি বাড়াতে আর দামি-দামি ওষুধ গিলতে হবে না৷ রোদ পোহালেই বাড়বে পুরুষের কামশক্তি৷ গবেষকেরা বলছেন এমনই তথ্য৷ অস্ট্রিয়ার গ্রাজ মেজিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, পুরুষের রক্তে যৌন হরমোন টেস্টোস্টেরন ভিটামিন ডি-র মাধ্যমে বৃদ্ধি পায়৷ আর ভিটামিন ডি-র প্রধান উৎস হলো সূর্যালোক৷ ত্বকে সূর্যালোকের প্রভাবে রক্তে ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধি পায়৷ এছাড়াও ভিটামিন ডি এর প্রধান উৎস হল মাছ এবং মাংস৷ এছাড়াও গবেষকেরা জানিয়েছেন, রক্তে প্রতি মিলিলিটারে ভিটামিন ডি-র পরিমাণ যত বেশি হবে...
Posted Under : Health News
Viewed#: 160
আরও দেখুন.

